মিয়ারমারের চলমান রোহিঙ্গা সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কিন্তু তা সমাধানে নোবেলজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হয়নি।
শুধু রোহিঙ্গা সমস্যা সমাধানই নয়, মিয়ানমারে বিদ্যমান নানা সমস্যা সমাধানের অঙ্গীকার নিয়ে দেশটিতে নতুন রাজনৈতিক দল আসছে। চলতি বছরের শেষেই দেয়া হতে পারে ঘোষণা। দেশটির সাবেক ছাত্র নেতা কো কো জি এ ঘোষণা দিয়েছেন।
রাজনৈতিক প্রচারণা শুরু না করলেও দলের বিষয়ে কো কো জি মিয়ানমার সম্প্রদায়ের মধ্যে সমর্থন তৈরির চেষ্টাও করছেন। জাপানের টোকিওতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা মিয়ানমারে গ্রহণযোগ্য সরকার গড়তে চাই। ‘ এ নিয়ে সমর্থনও পাচ্ছেন তিনি। এক সমর্থক বলেন, ‘আমি নিশ্চিত তিনি ভবিষ্যৎ মিয়ানমারের জন্য কাজ করবেন। ‘ সূত্র : এনএইচকে ওয়ার্ল্ড