নিজস্ব প্রতিনিধি : নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কলারোয়ার জনজীবন। বৃহষ্পতিবার রাত থেকে শুক্রবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত অবিরাম বর্ষণ সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে। যাতায়াত ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিম্নাঞ্চল পানিতে ডুবে বীজতলা ও ফসলের ক্ষতি হয়েছে, কিছু মাছের ঘের ভেসে গিয়েছে। অনেক এলাকার মানুষ পানিবন্দী হয়েও পড়েছে, অনেকের বাড়ির আঙিনায় জমে গিয়েছে হাঁটু সমান পানি। সর্বোপরি দিন আনা দিন খাওয়া মানুষের কাজ না থাকায় আর্থিক সঙ্কটে পড়েছেন তারা। কলারোয়া পৌরসভাধীন বেত্রবতী নদীর দু’পাড়ের অনেক ঘর-বাড়িতে ও আঙিনায় পানি উঠেছে। চাষীরা তাদের কৃষি কর্ম আর ফসল নিয়ে রয়েছেন দারুণ উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এছাড়া প্রবল বর্ষণের কারণে কলারোয়ায় প্রায় ৩০/৩৫ হেক্টর জমির আমন ধান পানির নিচে রয়েছে বলে বিভিন্ন সূত্র জানায়। টানা বর্ষণে প্রায় ২/৩ ফুট পানিতে ফসলি জমির ক্ষেত ডুবে থাকায় ফসলি জমির আমন ক্ষেতের পাকা ধান পানির নিচে। কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলী জানান- প্রবল বর্ষনের আমন ধানের ক্ষেত কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে জয়নগর ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আল মাসুদ বাবু জানান- তার এলাকায় কিছু মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। রাস্তাঘাট পানির নিচে। অন্যদিকে দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মফে জানান- তার এলাকায় কপোতাক্ষ নদ হওয়ার কারনে কিছু এলাকার মানুষ বিপাকে রয়েছে। ক্ষেতের ফসল পানির নিচে রয়েছে। একই সাথে বাওড় এলাকায় কিছু মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। তিনি ওই এলাকার অসহায় মানুষের খোজ খবর নিচ্ছেন।