ফিচার

বাল্যবিবাহ থেকে রক্ষা পেল সাতক্ষীরার ৮ম শ্রেণির ছাত্রী রূম্পা

By Daily Satkhira

October 20, 2017

ঝাউডাঙ্গা ব্যুরো : সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে ৮ম শ্রেণীর এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। শুক্রবার দুপুরে পারিবারিকভাবে বাল্যবিবাহের আয়োজন করা হয়। জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি তাদেরকে ধরে থানায় সোপার্দ করেছে। ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মফিজুল ইসলাম জানান, ঝাউডাঙ্গা ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মো. শফিকুল গাজীর কন্যা মোছা. শিরিনা সুলতানা বিবাহের আয়োজন করা হয়। সে দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। তিনি আরো জানান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যানের নেতৃত্বে বাল্যবিবাহটি বন্ধ করা হয়। পরবর্তীতে থানা পুলিশ তাদেরকে থানায় আটক করে নিয়ে আসে। এসআই আনিস জানান, উভয় পক্ষকে থানায় নিয়ে আসা হয়েছে। বিয়ে দেবে না এই শর্তে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।