ফিচার

সাতক্ষীরা মুন্সিপাড়া প্রাইমারির দপ্তরী সোহাগকে প্রকাশ্যে কুপিয়েছে দুর্বৃত্তরা

By Daily Satkhira

October 21, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পূর্ব শক্রুতার জের ধরে শহরের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন কাম নৈশ প্রহরী নাজির হোসেন সোহাগ (২৭)-কে প্রকাশ্য দিবালোকে এলোপাতাড়িভাবে ধারালো রামদা ও চাইনিজ কূড়াল দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ৮টার দিকে মুনজিতপুর কেন্দ্রীয় ঈদ গাহের পাশে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সোহাগকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহাদের পারিবারিক সূত্র জানায়, শহরের মুনজিতপুর এলাকার মঈনুল ইসলামের ছেলে দ্বীপসহ তার সন্ত্রাসী বাহিনী পূর্ব শক্রুতার জের ধরে মুন্সিপাড়া এলাকার ফজলুল হক মোল্যার ছেলে মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন কাম নৈশ প্রহরী নাজির হোসেন সোহাগ প্রতিদিনের ন্যায় মটর সাইকেলযোগে মুনজিতপুরের বাড়ি থেকে ঐ পথ দিয়ে স্কুলে যাচ্ছিল। এসময় দুর্বৃত্তরা তার গতিরোধ করে প্রথমে সোহাগের হাতে কোপ দেয়। তখন সে মটরসাইকেল থেকে পড়ে গেলে সন্ত্রাসীরা তার পায়ের পাতা ও হাঁটুতে কোপ দেয়। এসময় সোহাগ উঠতে গেলে গলায় ও মাথায় কোপ দিয়ে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। সাতক্ষীরা সদর হাসপাতালের ডা. রুহুল কুদ্দুস জানান, “কোপানোর ধরন দেখে বোঝা যায় যে, তাকে হত্যার উদ্দেশ্য ছিল। সে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। তার গলার আঘাতটি অল্পের জন্য শিরা কাটেনি। তবে তার ডান পায়ের ২টি আঙুল চাইনিজ কুড়ালের কোপে কেটে যাওয়ায় আঙুলের অবস্থা ভালো না। আঙুল দুটি সেলাই করে দেওয়া হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমি সদর হাসপাতালে আহত সোহাগকে দেখতে গিয়েছিলাম। সে এখন আশংঙ্খামুক্ত। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।” এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে এবং কেউ গ্রেফতার হয়নি।