দেবহাটা

খানবাহাদুর আহছান উল্লা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী পালিত

By Daily Satkhira

October 21, 2017

কেএম রেজাউল করিম : সারাদেশের ন্যায় একযোগে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তি পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কলেজ চত্বর হতে বিশাল আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় সমাবেত হয়। পরে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাক্ষ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শেখ মিজানুর রহমান, কামিদুল হোসেন, শেখ হাবিবুল্লাহ, আকরাম হোসেন, শরিফুল ইসলাম, মনিরুজ্জামান মহসিন, ভিআরডিএফ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন প্রভাষক সাংবাদিক আবু তালেব। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কুইজ প্রতিয়োগিতায় কলেজের বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরা অংশ নেয়। এতে বাংলা অনার্স বিভাগের ছাত্র আব্দুল কাদের প্রথম, বিজ্ঞান বিভাগের ছাত্র মাহবুবুর রহমান ২য় এবং মানবিক বিভাগের ছাত্রী জান্নাতুল ৩য় স্থান অধিকার লাভ করে।