কলারোয়া

কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ৫ শিক্ষককে ঢাকায় সম্মাননা দিল প্রাক্তন শিক্ষার্থীরা

By Daily Satkhira

October 21, 2017

কলারোয়া ডেস্ক : রাজধানী ঢাকায় কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ৫ জন শিক্ষককে সম্মাননা জানালো এক্স-স্টুডেন্টস সোসাইটি। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত সংবর্ধনার অনুষ্ঠানস্থল ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম চত্বর মুখোরিত হয়ে ওঠে কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায়। সংবর্ধনা অনুষ্ঠানে কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মো. আবু নসর, প্রফেসর মো. নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক এমএ ফারুক, সহযোগী অধ্যাপক নুরুল ইসলাম ও সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলাম নুরানীকে সম্মাননায় ভুষিত করা হয়। প্রাক্তন শিক্ষার্থীদের কাছে পেয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দও আবেগাপ্লুত হয়ে ওঠেন। কলারোয়া সরকারি কলেজের এক্স-স্টুডেন্টস সোসাইটির দ্বি-বার্ষিক সাধারণ সভা (এজিএম) উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলারোয়া সরকারি কলেজ এক্স-স্টুডেন্টস সোসাইটির সিনিয়র সহ-সভাপতি সিজিএম আসাদুজ্জামান মিলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত কলারোয়া সরকারি কলেজের প্রাক্তনবহু প্রতিথযশা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বর্তমানে যার যার কর্মব্যস্ততাকে সামান্য একপাশে রেখে মিলনমেলায় অংশ নেন তারা। অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আজমল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম সাইফুল ইসলাম, সমাজকল্যাণ অনুষদের শিক্ষক ড. মো. রবিউল ইসলাম, কর-কমিশনার আবুল কালাম কায়কোবাদ, গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব মো.জিল্লুর রহমান, উপ-সচিব ড. মনিরুজ্জামান, দুদকের উপ-পরিচালক খাঁন মিজানুল ইসলাম সেলিম, ঢাকা মেডিকেলের বিশিষ্ট চিকিৎসক ডা. ইউনুস আলী, আ.লীগ নেতা সরদার মুজিব, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মহাসীন কবির, ব্যাংকার জাভীদ ইকবাল, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. অলোক কুমার পাল, রাজশাহী মেডিকেলের শিক্ষক ডা. আইয়ুব আলী, তোফায়েল হোসেন, ব্যাংকার আসাদুজ্জামান, পুলিশের সার্কেল এএসপি মাসুদ রানা জুয়েল, আজহারুল ইসলাম, আফসানা বানু, প্রকৌশলী আবু তাহের খাঁন, প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, আশরাফুজ্জামান পলাশ, বেনজীর আহমেদ, শামীমুজ্জামান খান বাবু, আমজাদ হোসেন, রফিকুল ইসলাম জয়তু, ব্যবসায়ী জাহাঙ্গীর কবির ছোট, মিহির কুমার চক্রবর্তী, এডভোকেট ছফেদ আলী রাশেদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জাফর উল্লাহ কাজল, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)’র উপ-পরিচালক ডিএম ইউসুফ হোসেন, কার্গো এক্সপ্রেসের কর্মকর্তা মুনতাসির রহমান, আবু সাইদ, তৌহিদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন, কাজী চন্দনাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় স্যারদের কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। তাদের অনেকে আবেগময়ী বক্তব্যও রাখেন। অনুষ্ঠানটি য়ৌথভাবে সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ্যাসিসট্যান্ট রেজিস্ট্রার স্বর্ণময়ী সাহা ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ইয়ারুল ইসলাম। পরে সোসাইটির নতুন কমিটি নাম ঘোষণা করা হয়। বিশিষ্ট ব্যাংকার কাজী আসাদুজ্জামানকে সভাপতি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট নয়া কমিটি ঘোষিত হয়।