কলারোয়া ডেস্ক : কলারোয়া উপজেলার কেঁড়াগাছির বাংলাদেশ-ভারত সীমান্তের সোনাই নদীতে অজ্ঞাত যুবকের লাশ ভেসে উঠেছে। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০বছর। বিএসএফ লাশ তুলে নিয়ে গেছে। লাশের যুবকটি বাংলাদেশি নাকি ভারতীয় তা জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে- শনিবার সকাল ৬টার দিকে কেঁড়াগাছির শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম-মন্দির সংলগ্ন সোনাই নদীর ভারতীয় পাড়ে ওই যুবকের লাশ দেখে ভারতীয় নাগরিককরা হৈচৈ ও চিৎকার শুরু করে। এসময় লাশ ভাসতে ভাসতে নদীর মাঝ বরাবরও চলে আসে। সেসময় টহলরত কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা ও কাকডাঙ্গা কোম্পানি কমান্ডার সেখানে উপস্থিত হন। লাশ দেখতে ভিড় করেন স্থানীয় বাংলাদেশি নাগরিকরাও। পরে বেলা সাড়ে ১১টার দিকে সোনাই নদীর ভারতীয় পাড়ে উপস্থিত তারালী ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে কাকডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার হায়দার জানান- ‘সোনাই নদীতে স্প্রিডবোর্ডে টহলরত বিজিবি সদস্যরা অজ্ঞাত ওই লাশটি দেখতে পায়। লাশটি ছিলো নদীর ভারতীয় কিনারায়। লাশ আমরা না নিলে বিএসএফ নিয়ে যাওয়ার আগ্রহ দেখালে আমাদের সম্মতিতে তারালী ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ উত্তোলন করে নিয়ে যায়। লাশের ব্যক্তিটির বয়স আনুমানিক ২৫ থেকে ৩০বছর।’