আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় টর্নেডোর আঘাতে শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় বাজারের ২৮টি দোকান। এতে গৃহহীন হয়ে পড়েছে অনেকেই। পুঁজি হারিয়ে পথে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। শনিবার ভোর রাতে উপজেলার গাবুরা ইউনিয়নের তিনটি গ্রামের উপর দিয়ে বয়ে যায় টর্নেডো।টর্নেডোয় ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো, চকবারা, খোলপেটুয়া ও গাবুরা।
চকবারা গ্রামের আবু মুছা জানান, শনিবার ভোররাতে হঠাৎ বৃষ্টির সাথে সাথ প্রচণ্ড বেগে ঝড়ো বাতাস শুরু হয়। এতে তারসহ অনেকের বাড়ি ঘর ধ্বসে পড়ে। উড়ে যায় ঘরের চালের টিন। অনেকেই এখন খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন। খোলপেটুয়া গ্রামের আব্দুস সামাদ জানান, ভোররাতে প্রচণ্ড ঝড়ে তার বাড়িসহ গাবুরা বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। একই সাথে বাড়ি ঘর দোকান বিধ্বস্ত হওয়ায় পথে বসা ছাড়া কোন উপায় নেই।
এ দিকে, খবর পেয়ে সকালেই গাবুরা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত গ্রাম তিনটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। তিনি জানান, গাবুরায় টর্নেডোয় শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। স্থানীয় বাজারের বেশ কিছু দোকান পাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে তিনি আরো জানান।