দেবহাটা

দেবহাটায় টানা বর্ষায় জলবদ্ধতা নিরসনে ইউএনও’র হস্তক্ষেপ কামনা

By Daily Satkhira

October 21, 2017

আরাফাত হোসেন লিটন : টানা দু”দিনের প্রবল বর্ষণে তলিয়ে গেছে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামটির নিন্মঞ্চল। স্থবির হয়ে পড়েছে জনজীবন। এর সাথে যোগ হয়েছে চরমদুর্ভোগ। গ্রামটির রাস্তা, পুকুর ও ফসলী জমি বৃষ্টির পানিতে ডুবে একাকার হয়েগেছে। বর্ষা মৌসুমে গ্রামটিতে বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে একটি জটিল সমস্যা দেখা দেয়। গ্রামের পানি নিষ্কাশনের স্থানটিতে কিছু অসাধু ব্যক্তির বাধা সৃষ্টির ফলে মানুষের বাড়ীর উঠান ও ফসলী জমি প্লাবাহিত হচ্ছে। সরজমিনে দেখা গেছে, পূর্বের নিষ্কাশনের স্থানে মৃত. নছিমউদ্দীন মিস্ত্রির ছোট ছেলে আফসার উদ্দীন সরকারী জমি বিভিন্ন পন্থায় ভেড়ি বাঁধ ও গাছ লাগিয়ে ভোগ দখল করে আসছে। যার ফলে এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানায়, ইতিপূর্বে জলবদ্ধতা নিরসনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকতার উপস্থিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পানি নিষ্কাশন জন্য সকলেই অঙ্গিকারবদ্ধ হলেও আফসারের কৌশালে পানি নিষ্কাশন প্রকল্প স্থগিত হয়ে যায়। জলবদ্ধতায় যখন সাধারন মানুষ দিশেহারা তখনই অত্র গ্রামের সাবুর আলী পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে ব্যতিক্রমধর্মী পদক্ষেপ গ্রহন করেন। সেই সাথে উল্টো পথে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে পাশ্ববর্তী হাসিনাসহ অনেকের বাসতঘর, রান্নাঘর ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে যায়। এমন অবস্থায় ক্ষতি সাধিত ভূক্তভোগীদের দাবী গ্রামটির পানি যাতে নির্দিষ্ট স্থান দিয়ে নিষ্কাশন কারা হয়। সেই সাথে খেজুরবাড়িয়া গ্রামের জলাবদ্ধতা দূরকরণ করতে সঠিক ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উদ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।