ফিচার

রাজধানী ঢাকার রাস্তায় ৩০ টাকায় নৌকা ভ্রমণ!

By Daily Satkhira

October 22, 2017

ভিন্ন স্বাদের ডেস্ক : মাত্র ৩০ টাকায় রাজধানীর সড়কে নৌকায় ভ্রমণ! তবে সেটা শখে নয়, অনেকটা বাধ্য হয়ে। গত তিনদিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। প্রধান সড়ক ডুবে পানি ঢুকে পড়ে বিভিন্ন পাড়া-মহল্লায়। সাধারণ মানুষের চলাচলে সৃষ্টি হয় ব্যাপক দুর্ভোগের। রাস্তায় শনিবার বাসসহ অন্যান্য যানবাহন ছিল তুলনামূলক কম। খুব প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হয়নি। যারা বের হয়, শুরুতেই তাদের পড়তে হয় অতিরিক্ত রিকশাভাড়ার কবলে। অল্প কিছু সিএনজিচালিত অটোরিকশা চলাচল করলেও চালকরা হাঁকেন অতিরিক্ত ভাড়া। কাজ শেষে ঘরে ফিরতেও পোহাতে হয় ব্যাপক দুর্ভোগ। শনিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত পুরান ঢাকা, মতিঝিল, আরামবাগ, পল্টন, মিরপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। বাসের সংখ্যা কম থাকার কারণে সাধারণ মানুষজন ঘরে ফেরার জন্য বেছে নেয় রিকশা। কিন্তু অন্যান্য দিনের চেয়ে শনিবার রিকশাভাড়া ছিল প্রায় তিনগুণ। বাধ্য হয়েই রিকশায় যেতে হয় লোকজনকে। যদিও এই রিকশায় চড়ে স্বস্তিতে ছিল না তারা। কারণ রিকশার প্রায় অর্ধেকই ছিল পানির নিচে। অনেককে পা ওপরে তুলে রিকশার সিটে বসতে হয়েছে। সেই সঙ্গে সব সময় ছিল আতঙ্কে, কখন যে কোনো গর্ত বা ম্যানহোলে পড়তে হয়।