নিজস্ব প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরার তালা উপজেলার হরিহরনগর বাজারে এইচ. এম. এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে একই এলাকার পূর্ব ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু হোসেন লাঞ্চিত হয়েছেন। রবিবার সকালে তালা উপজেলার হরিহরনগর বাজারে জনসম্মুখে সহকারি শিক্ষক আবু হোসেনকে লাঞ্ছিত করা হয়। এসময় তাকে স্থানীয় লোকজন ওই শিক্ষকের হাত থেকে রক্ষা করেন। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম মোবারক মোড়ল। সে উপজেলার হরিহরনগর গ্রামের মোজাম্মেল মোড়লের ছেলে। আবু হোসেন জানান, আমার ব্যাক্তিগত প্রয়োজনে রবিবার সকালে হরিহরনগর বাজারে একটি কম্পিউটারের দোকানে যায়। সেখানে ওই প্রধান শিক্ষকও তার স্কুলের কাজ করছিল। যা আমি জানতাম না। আমাকে দেখে তিনি গালি দিয়ে বলে তোর এখানে কি! আমি তাকে বলি স্যার আপনি আমার সাথে এমন আচরণ করছেন কেন। আমিও একজন শিক্ষক। নূন্যতম সম্মানবোধ আমার আছে। তখন ওই প্রধান শিক্ষক আমার কানে আকস্মিক থাপ্পর মারে। পরে ওই দোকান থেকে বের হয়ে আসার পরে দ্বিতীয় দফায় আবার আমাকে লাঞ্চিত করে। ফলে তার কানে মারাতœক আঘাত প্রাপ্ত হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী আবু হোসেন মেীখিক ভাবে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন। অভিযুক্ত প্রধান শিক্ষক মোবারক মোড়ল জানতে চাইলে তিনি বলেন, সে (আবু হোসেন) যা বলেছে তা সম্পূর্ণ সত্য নয়। লিখে কোন লাভ হবে না।