আশাশুনি

আশাশুনিতে জিহাদি বইসহ ৪ জামাতকর্মী আটক

By Daily Satkhira

October 22, 2017

আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশের অভিযানে জেহাদী বই ও বিভিন্ন কমিটির তালিকাসহ ৪ জামাত কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে হাড়িভাঙ্গা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান শাহিন জানান, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে সদর ইউনিয়নের হাড়ীভাঙ্গা গ্রামে মৃত: জোনাব আলির পুত্র সদর ইউনিয়ন জামাতের আমীর ও উপজেলা বায়তুল মাল সম্পাদক আফছার উদ্দিনের বাসভবনে জামায়াতের গোপন বৈঠক চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে এসআই আঃ রাজ্জাক, এএসআই আবু রাসেল, ফারুক, কামরুল, আসলাম ও জহুরুল সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে জামাত নেতা আফছার উদ্দিনসহ জামতকর্মী বাটরা গ্রামের মৃত: বাবর আলি সরদারের পুত্র ইসমাইল, শ্রীউলা গ্রামের মৃত: এমদাদ সরদারের পুত্র আঃ রহমান ও বেউলা গ্রামের নজরউদ্দিনের পুত্র নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বায়তুল মালের রেজিস্ট্রার খাতা, ১৯টি জেহাদী বই, ১১ ইউনিয়নের রুকন, কর্মী তালিকা ও ইউনিয়ন সমুহের নতুন কমিটির তালিকা উদ্ধার করা হয়। এব্যাপারে এসআই আঃ রাজ্জাক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।