জাতীয়

ভারতের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশীরা আগে, সবার আগে বাংলাদেশ: সুষমা

By Daily Satkhira

October 23, 2017

বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ভারতের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশীরা প্রাধান্য পায়, আর প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রাধান্য পায় সবার আগে ।

সোমবার সফরের দ্বিতীয় দিনে ঢাকায় এ কথা বলেন সুষমা স্বরাজ।

এদিন ভারতের অর্থায়নে বাংলাদেশে ১৫টি প্রকল্পের উদ্বোধন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

এছাড়াও এদিন সুষমা স্বরাজ ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও হিন্দি ডিপার্টমেন্টে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

রোববার দুই দিনের সফরে ঢাকায় আসেন ভারতের সুষমা স্বরাজ। দুপুরে বিশেষ বিমানযোগে তিনি ঢাকা পৌঁছান। সুষমা স্বরাজকে কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

সফরের প্রথম দিনেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে বসেন। প্রতিটি বৈঠকেই তিনি রোহিঙ্গা ইস্যু এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলেন।