দেবহাটা

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে দেবহাটায় ডিজিটাল হাজিরা উদ্বোধন

By Daily Satkhira

October 23, 2017

আসাদুজ্জামন : প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন করা হলো ডিজিটাল হাজিরা পদ্ধতি। এই পদ্ধতির ফলে শিশু কিশোররা যেমন প্রতিদিন সঠিক সময়ে তাদের হাজিরা ও প্রস্থান নিশ্চিত করতে পারবে তেমনি শিক্ষক শিক্ষিকাদের হাজিরার সময়ও রেকর্ড করা হবে। একই সাথে শ্রেণিকক্ষে রোল কল করে হাজিরা গ্রহণে বাড়তি সময়ের অপচয় হবে না। এতে একজন শিক্ষক শ্রেণিকক্ষে আরও বেশি সময় শিক্ষার জন্য ব্যয় করতে পারবেন। সোমবার সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৬০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ডিজিটাল হাজিরা কর্মসূচি উদ্বোধনকালে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন এ কথা বলেন। তিনি আরও বলেন, একই সাথে শ্রেণিকক্ষে শিক্ষামূলক ভিডিও প্রদর্শনের মাধ্যমে শিক্ষাদান করা হবে। হাসির কার্টুন দেখিয়ে তাদের মধ্যে আনন্দবোধ সৃষ্টি করা যাবে। তিনি আরও বলেন শ্রেণিকক্ষে একজন শিক্ষক বিভিন্ন শিক্ষাকর্মের মধ্যে শিক্ষার্থীদের কর্মব্যস্ত রাখবেন। এতে তার শিক্ষা কার্যক্রমের বিকাশ ঘটানো সহজ হবে। তিনি প্রাথমিক শিক্ষার্থীদের ভীত মজবুত ভাবে গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, ভীত মজবুত না হলে যেমন একটি বিল্ডিং দীর্ঘস্থায়ী হয়না, তেমনি শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে না পারলে তাদের ভীত মজবুত হবেনা। আর এই শিশুদের ভীত মজবুত করার কারিগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তিনি প্রাথমিক শিক্ষকদের এ সময় শিশুদের সঠিকভাকেব শিক্ষাদান করার আহবান জানান। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সুধি সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক প্রমুখ।