এ এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু : “প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সকলের সমন্বয় ছাড়া কোন উন্নয়ন সম্ভব নয়। আপনারা সকলে মিলে সহযোগিতা করছেন বলেই আমরা শ্রেষ্ঠ কর্মকর্তার মর্যাদা পেয়েছি। শিক্ষায় যদি ঘাটতি থাকে তাহলে উন্নয়ন তো হয় না বরং দেশ ও জাতি পিছিয়ে যায়। শিক্ষার প্রথম স্তর হলো প্রাথমিক শিক্ষা, এ কারণেই সাতক্ষীরা থেকে কয়েকজন শিক্ষার্থী মেধার বিকাশ ঘটিয়ে এবছর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শিক্ষা প্রদানের ক্ষেত্রে কালিগঞ্জ উপজেলা জেলার মধ্যে সব চেয়ে এগিয়ে রয়েছে। সমাজে শিক্ষকদের মর্যাদা সব চেয়ে বেশী, আমি ডিসি হই আর যত বড় অফিসার হইনা কেন প্রাইমারি স্কুল পেরিয়ে এসেই আজ আমি ডিসি হয়েছি। তাই প্রত্যেক শিক্ষকদের উচিৎ শিশুদের আপন করে নিয়ে তাদের শিক্ষা দেওয়া। শিক্ষকতা পেশা পৃথিবীতে সবচেয়ে বড় পেশা তবে শিক্ষাকে বাণিজ্যিক হিসেবে ব্যবহার করবেন না।” কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মানসম্মত প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় খুলনা বিভাগীয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ মনোনীত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দীন এ কথা বলেন। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুম, অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ কেএম জাফরুল আলম বাবলু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন চিংড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল প্রমুখ।