Exif_JPEG_420

সাতক্ষীরা

গৃহবধুকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

By Daily Satkhira

October 24, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধুর দু’ পা গাছের সঙ্গে ও পিঠমোড়া দিয়ে দু’ হাত বেঁধে ধর্ষণের চেষ্টা চালানোর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বাংলাদেশ দলিত পরিষদের উদ্যোগে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌর চন্দ্র দাসের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপিতি ম-লীর সদস্য গোষ্ট বিহারী ম-ল, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, পৌর কাউন্সিলর জ্যোস্না আরা, জেলা মন্দির সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, সাংবাদিক রঘুনাথ খাঁ, দলিত পরিষদের সাংগঠণিক সম্পাদক উজ্জ্বল দাস, ভূমিহীন নেতা আব্দুস সাত্তার, আলী নূর খান বাবুল, আব্দুস সামাদ, কওছার আলী প্রমুখ। মানববন্ধন শেষে চুপড়িয়ায় দলিত জনগোষ্ঠীর ওই নারী সদস্যকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদ, ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে তার নিরাপত্তা বিধানের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।