খুলনা

অসহায় মানুষের আইনী সহায়তায় ভূমিকা রাখছেন ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ

By Daily Satkhira

October 24, 2017

কৃষ্ণ রায়, পাইকগাছা: এলাকার অসহায় মানুষের জন্য আইনী সহায়তা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পাইকগাছার একমাত্র ব্যারিস্টার, তরুণ উদীয়মান, বিশিষ্ট আইনজীবী নেওয়াজ মোরশেদ। বর্তমানে তিনি ঢাকা জজ কোর্ট ও হাই কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। আইনজীবীদের ব্যারিস্টার হওয়ার জন্য ঢাকায় তিনি সেন্টার ফর বৃট্রিশ এডুকেশন নামক একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। দেশী-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হয়েও তিনি কাজ করছেন। ব্যারিস্টার নেওয়াজ খুলনা জেলার পাইকগাছা উপজেলার পৌর সদরের ৫নং ওয়ার্ড সরল গ্রামের এ্যাডঃ মোজাফফর হাসান ও নাজিরা হাসানের ছেলে। দুই ভাইয়ের মধ্যে মোরশেদ বড়, ছোট ভাই নেওয়াজ মাহফুজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ার পাশ করেছেন। নেওয়াজ মোরশেদ লেখাপড়া জীবনে অত্যান্ত মেধাবী একজন ছাত্র ছিলেন। তিনি ২০০০ সালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০২ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি, ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে অনার্স পাশ করেন। তিনি আইন বিষয়ের উপর উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য ২০০৮ সালে লন্ডনে যান। ২০১২ সালে তিনি লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি থেকে প্রথম বাংলাদেশী হিসাবে সম্মান ডিগ্রী অর্জন করেন। একই ইউনিভার্সিটি থেকে ২০১৩ সালে তিনি লিঙ্কনস্ ইন (ব্যারিস্টার) ডিগ্রী অর্জন করেন। এরপর ২০১৪ সালে দেশে ফিরে এসে তিনি আইনী পেশায় নিয়োজিত হন। আইন পেশার পাশাপাশি তিনি দেশের তালিকাভুক্ত আইনজীবীদের ব্যারিস্টার হওয়ার জন্য সেন্টার ফর বৃট্রিশ এডুকেশন নামক একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি আইনজীবীদের বিশেষ প্রশিক্ষণ কোর্স প্রদান করে আসছেন। এছাড়াও তিনি তুর্কি এয়ারলাইন, ম্যাকডোনাল্ড্র গ্রুপ, টিএনটি এক্সপ্রেস ও ড্যামকো সহ অসংখ্য দেশী-বিদেশী প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসাবে কাজ করছেন। এছাড়া তিনি নিজ এলাকা পাইকগাছা-কয়রা সহ আশপাশ প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের আইনী সহায়তা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পারিবারিক জীবনে নেওয়াজ মোরশেদের স্ত্রী পারভীন নেওয়াজ একজন গৃহিনী। আইনজীবী এ দম্পত্তির মুশফিক নেওয়াজ সিলিন নামে ৩ বছরের একটি ছেলে রয়েছে। সাধারণ মানুষের আইনী সহায়তা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে সনামধন্য একজন আইনজীবী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তরুণ উদীয়মান আইনজীবী ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ।