তোষিকে কাইফু : জাতীয় সংসদের শপথ কক্ষে আজ মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবলায় ও ইউএনএফপি এর আয়োজনে “রিডিউসিং ম্যাটেরনাল মরটিলিটি” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চিপ হুইপ জনাব আ. স. ম ফিরোজ এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এ্যাড: সানজিদা খানম এমপি, মিসেস রেবেকা খানম এমপি, ইউএনএফপি এর প্রতিনিধি মি. লোরি ক্যাটো, সিনিয়র সচিব ডা. আব্দুর রব হাওলাদার, অতিরিক্ত সচিব গোলাম কিবরিয়া ও এসপিসিপিডি এর প্রকল্প পরিচালক এম কে কামাল বিল্লাহ প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন- বাংলাদেশে মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্য পরিমানে কমেছে। গত কয়েক বছরে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমেছে প্রায় ৭০ শতাংশ। বিভিন্ন জরিপে বলা হয়েছে সন্তান জন্মদানের হার কমে যাওয়াসহ কয়েকটি কারণে এই সাফল্য অর্জিত হয়েছে। তিনি বলেন, সন্তান জন্মদানের সময় এবং সন্তান জন্মের ছয় সপ্তাহের মধ্যে মায়ের মুত্যু হলে সেটা ‘মাতৃমৃত্যু’ হিসেবে গণ্য হবে।