শিক্ষা

জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাক’র মতবিনিময় সভা

By Daily Satkhira

October 24, 2017

প্রেস বিজ্ঞপ্তি : প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরা এর যৌথ আয়োজনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪ অক্টোবর ২০১৭ বিকাল ৪টা ৩০ মিনিটে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সভাপতি কিশোরী মোহন সরকার, সনাক সহ-সভাপতি মো. তৈয়েব হাসান, সনাক বিষয়ক শিক্ষা উপ কমিটির আহবায়ক প্রফেসর আব্দুল হামিদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার সন্দীপ কুমার রায়, গৌরাঙ্গ গাইন, এস, এম, মফিজুল ইসলাম, স্বজন সদস্য চায়না ব্যানার্জী প্রমুখ। সভায় শিক্ষা খাতে সনাকের পরিচালিত কার্যক্রম সমূহ উপস্থাপন করা হয়। পাশাপাশি বদ্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধান করা, শিক্ষা সংক্রান্ত সকল তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ, উপবৃত্তি প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়াও টিআইবি কর্তৃক প্রকাশিত ‘বর্ণমালায় নীতিকথা’ বইটি প্রযোজ্য শ্রেণির ক্ষেত্রে সহপাঠ হিসেবে পড়ানেরা অনুরোধ জানানো হয়। এসময় বদ্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক স্থাপন করার প্রস্তাব গৃহীত হয়। ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় তলায় উঠার জন্য ব্যবহার উপযোগী সিঁড়ি নির্মাণের জন্য তাগিদ প্রদান করা হয়। সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সক্রিয় মা দলের কার্যক্রম ছড়িয়ে দেয়ার বিষয়ে শিক্ষা কর্তৃপক্ষ ঐক্যমত পোষণ করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম তাঁর বক্তব্যে ‘সনাক’র প্রদত্ত পরামর্শ ও প্রস্তাবগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করার’ প্রতিশ্রুতি প্রদান করেন। এসময় অন্যান্যের মাঝে সহকারী জেলা শিক্ষা অফিসার মো. মহিউদ্দীন, সনাক সদস্য ড. দিলার বেগম, সনাক সহ-সভাপতি ভারতেশ^রী বিশ^াস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সন্তোষ কুমার মন্ডল, টিআইবি এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ, সহকারী ব্যবস্থাপক অর্থ ও প্রশাসন নারায়ন চন্দ্র দাশ সহ ইয়েস সদস্যগণ উপস্থিত ছিলেন।