কলারোয়া

কলারোয়ায় আওয়ামীলীগের একাংশের বিরুদ্ধে আরেক অংশের বিক্ষোভ মিছিল

By Daily Satkhira

October 24, 2017

কলারোয়া ডেস্ক : কলারোয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেছেন- ‘শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলা নিয়ে টালবাহানা করলে কলারোয়া আ.লীগ থেকে উপজেলা চেয়ারম্যানের নাম মুছে দেয়া হবে।’ মঙ্গলবার বিকেলে কলারোয়া থানা সংলগ্ন রূপালী ব্যাংকের সামনে সামনে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলারোয়ায় বহুল আলোচিত জননেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলা ভিন্ন খ্যাতে প্রবাহিত করার প্রতিবাদে ওই মিছিল-সমাবেশ করে উপজেলা আ.লীগের একাংশ। বিক্ষোভ মিছিল ও সমাবেশটি দৃশ্যত আ.লীগের বিরুদ্ধে আ.লীগে রূপ নেয়। সমাবেশের আগে আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে বের হওয়া বিক্ষোভ মিছিলটি কলারোয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা চেয়ারম্যানকে ইঙ্গিত লাল্টু বলেন- ‘কলারোয়ার সুইপার সমিতি থেকে শুরু করে প্রত্যেকটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক তারই নিজের লোক হতে হবে। তা না হলে সেই কমিটি তিনি মানবেন না। উদাহরণসরূপ তিনি বলেন, সম্প্রতি কলারোয়া প্রেসক্লাবের কমিটিতে তার নিজের লোক বসাতে না পারায় মাত্র ৯ জন সাংবাদিক দিয়ে তিনি আরেকটি পাল্টা কমিটি দিয়েছেন। যাতে তিনি দেদারচ্ছে দুর্নীতি করে আরো বেশী বেশী করে গাড়ি বাড়ি করতে পারেন।’ সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদাও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনকে ইঙ্গিত করে বলেন- ‘আপনার ওই চেয়ার স্প্রিং লাগানো। সারা জীবন ওই চেয়ার আপনি ধরে রাখতে পারবেন না, ওই চেয়ার একদিন সরে যাবেই। সেই দিন জনগণ আপনার দুর্নীতির হলফনামার হিসাব-নিকাশ আদায় করেই ছাড়বে। তিনি আরো বলেন- ‘উপজেলা চেয়ারম্যান আগামি সংসদ নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়নে ডিএসবি, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে নাকি এগিয়ে আছেন বলে বিভিন্ন জায়গায় প্রচার দিয়ে থাকেন। কিন্তু তিনি ওই সব গোয়েন্দা রির্পোটে এগিয়ে আছেন দুনীর্তিতে।’ কলারোয়া উপজেলা সৈনিক লীগের সভাপতি রুবেল মল্লিকের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোস্তাক আহমেদ, আ.লীগ নেতা অধ্যাপক এমএ কালাম, ভুট্টোলাল গাইন, স.ম মোরশেদ আলী, মশিয়ার রহমান, আজিজুর রহমান, যুবলীগ নেতা ডালিম হোসেন, আক্তারুল ইসলাম, জনি, গোলাম হোসেন, মনিরুজ্জামান, আমানুল্লাহসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।