সাতক্ষীরা

লাবসায় মৎস্যঘের নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতাসহ আহত ২

By Daily Satkhira

October 25, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় মৎস্য ঘের সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলার ঘটনায় ২ ব্যক্তি আহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে বিনেরপোতা পাওয়ার গ্রিড এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা জানায়, ওই দিন দুপুরে সদরের লাবসা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের কৈখালী গ্রামের আদম আলী সরদারের পুত্র ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াদ আলী সরদার (৪৫) এবং তার চাচাতো ভাই হোসেন আলী সরদারের পুত্র আশরাদ আলী সরদার (৫৫) তাদের নিজস্ব মৎস্য ঘেরে কাজ করছিল এসময় হঠাৎ পাশের ঘেরের মালিকপক্ষ একই এলাকার বিএনপি- জামাত ক্যাডার আলী হাসান ও তার ভাই ইমন এবং আলী হোসেনের পুত্র জুয়েল, জুলু ও রুবেলসহ আরো ৩/৪জন লাঠি, রাম দা, শাবল, কোদাল নিয়ে জিয়াদ ও আরশাদের উপর হামলা চালায়। এসময় জিয়াদ আলী ও আরশাদ আলীকে লোহার রড় ও চায়নিজ কুড়াল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যে কৈখালী মোড় এলাকায় পৌছালে তাদের উপর পুনরায় হামলা করে। পরবর্তীতে পাশ্ববর্তী লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লেখাপর্যন্ত উক্ত ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। র কামরুজ্জামান, কর্নসান ওয়ার্ল্ড ওয়াইড বাবু নিরেন্দ্র নাথ রায়, সুশীলন কর্মী সাধন, মহসীন আলী প্রমুখ।