বিনোদন

ধ্রুপদী সঙ্গীতশিল্পী গিরিজা দেবী আর নেই

By Daily Satkhira

October 25, 2017

ধ্রুপদী সঙ্গীতশিল্পী গিরিজা দেবী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বুকে ব্যথা হওয়ায় সকালে গিরিজা দেবীকে বিএম বিরলা নার্সিং হোমে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

গিরিজা দেবী জীবদ্দশায় ‘ঠুমরির রানি’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন। ১৯৪৯ সালে অল ইন্ডিয়া এলাহাবাদ রেডিওতে পরিবেশনার মাধ্যমে গিরিজা দেবীর আত্মপ্রকাশ। তিনি ভারত সরকারের পদ্মশ্রী (১৯৭২), পদ্মভূষণ(১৯৮৯) ও পদ্মবিভূষণ(২০১৬) সম্মাননা পেয়েছেন।

গিরিজা দেবী ঢাকায় অনুষ্ঠিত ধ্রুপদী উৎসবে বিভিন্ন সময় শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মন জয় করেন।