সাতক্ষীরা

৭দিন পর আজে থেকে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

By Daily Satkhira

October 15, 2016

মাকসুদ খান: আজ খুলেছে ভোমরা স্থলবন্দর। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৭ দিনের ছুটির কবলে পড়েছিল ভোমরাস্থল বন্দর। গত মঙ্গলবার বিজয়াদশমীর মধ্যদিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা। ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট(ই) কার্গো ওয়েলফেয়ার এ্যসোসিয়েশনের সম্পাদক পরিমল রায় স্বাক্ষরিত এক পত্রে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গত ৮ অক্টোবর শনিবার থেকে ১৩ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে সকল আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকার ঘোষনা দেওয়া হয়। সে মোতাবেক ৮ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ভোমরা বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিলো। ১৪ অক্টোবর শুক্রবার হওয়ার আজ ১৫ অক্টোবর শনিবার পুনরায় সচল হয়েছে ভোমরাস্থল বন্দর। ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন।