আসাদুজ্জামান : জলাবদ্ধতার কারণে গত তিন মাস ধরে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ হয়ে পড়েছে সাতক্ষীরার কলারোয়ার ৯৩ নং গাজনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আড়াইশতাধিক শিক্ষার্থীর। স্থায়ী জলাবদ্ধতার করনে স্কুলটি কোমর সমান পানিতে ডুবে থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে শিক্ষার্থীরা জানায়। স্কুলের পাশে উচু রস্তার উপর ও পার্শ্ববর্তী মসজিদের বারান্দায় শিক্ষার্থীদের ক্লাস চলছে। গাজনা গ্রামের কলেজ শিক্ষক রেজাউল করিমসহ অনেকেই জানান, আগামি মাসে (নভেম্বর) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। চূড়ান্ত প্রস্তুতির মুখে শিক্ষার্থীরা এই পানিবদ্ধতায় বিরূপ পরিস্থিতিতে পড়েছে। জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশন করা হলে স্কুল থেকে নেমে যাবে পানি। শিক্ষার্থীরা ফের ফিরতে পারবে তাদের প্রিয় স্কুলে। ফসলী জমিগুলো আবারও চাষাবাদের উপযোগী হবে। তিনি বলেন, ক্ষেত্রপাড়া খালের ব্রীজ সংলগ্ন খালের বাঁধ কেটে দিলে পানি অল্প সময়ের মধ্যে কপোতাক্ষ নদে নেমে যাবে। এলাকার সাত আটজন ঘের মালিকের অপরিকল্পিতভাবে বেড়িবাধ দিয়ে মৎস্য ঘের করার কারণে গাজনা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচ গ্রামের ফসলী জমির পানি কপোতাক্ষে নামছে না।