খুলনা

বিজ্ঞানী পি সি রায় একজন প্রকৃত দার্শনিক ছিলেন – উপাচার্য ফায়েক উজ্জামান

By Daily Satkhira

October 25, 2017

কৃষ্ণ রায়, পাইকগাছা : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেছেন, বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র পি.সি. রায় আজীবন মানব কল্যাণে কাজ করে গেছেন। একাধারে তিনি শিক্ষক, গবেষক, ব্যবসায়ী, সমাজ সংস্কারক ও সমবায় আন্দোলনের পূরোধা ছিলেন। রবীন্দ্র-পি সি রায়ের একই সনে জন্ম উল্লেখ করে খুবি ভিসি জানান, এ ধরণের বরণ্য ব্যক্তি যুগে যুগে পৃথিবীতে আসেন এবং তাদের কর্মময় জীবন আলোকিত করে নিজেকে মানব কল্যাণে উৎস্বর্গ করে যান। বিজ্ঞানী পি সি রায় এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি জীবনে কখনো ব্যক্তি স্বার্থ কিংবা ব্যবসায়ীক মনোভাব নিয়ে কোন কাজ করেননি। তিনি লেখাপড়া শেষে বিদেশে ভাল কোন চাকুরি করতে পারতেন। কিন্তু তা তিনি না করে দেশে এসে প্রধান পেশা হিসাবে শিক্ষকতাকে শুরু করেন। তার শিক্ষকতার ব্রত আর বর্তমান শিক্ষকদের শিক্ষকতার মধ্যে অনেক তফাত রয়েছে উল্লেখ করে ভিসি ফায়েক উজ্জামান বলেন, বর্তমান শিক্ষকদের মধ্যে প্রাইভেট পড়ানো এবং কিভাবে বেশী বেশী টাকা রোজগার করা যায় তার প্রতিযোগিতা চলছে। এ ধরণের প্রতিযোগিতা পরিহার করে বিজ্ঞানী পিসি রায়ের শিক্ষকতার আদর্শকে অনুসরণ করার জন্য বর্তমান সময়ের শিক্ষকদের প্রতি তিনি আহ্বান জানান। বিজ্ঞানী পি সি রায় যে, একজন প্রকৃত দার্শনিক ছিলেন তা তার চেহারা ও কর্মকান্ড প্রমাণ করে। বিজ্ঞানীর জনহিতকর এ কর্মকান্ড আমাদেরকে এখনো অনুপ্রাণিত করে উল্লেখ করে তিনি বলেন, পিসি রায়ের জীবন আদর্শ বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে উদ্যোগ নিতে হবে। ইতোমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী পিসি রায়ের নামে নামকরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পিসি রায় তার অর্জিত সকল সম্পত্তি মানব কল্যাণে দান করে মানবতায় যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বুধবার সকালে খুলনার পাইকগাছা উপজেলার রাড়–লী কাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আচার্য প্রফুল্লচন্দ্র সাহিত্য পরিষদ আয়োজিত বিজ্ঞানীর ৭৩তম মহাপ্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী আয়োজিত সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আচার্য প্রফুল্লচন্দ্র সাহিত্য পরিষদের সভাপতি ও সহঃ অধ্যাপক রণজিৎ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। বিশেষ আলোচক ছিলেন, বিএল কলেজের বিভাগীয় প্রধান (বাংলা) প্রফেসর মোঃ আব্দুল মান্নান, মেথোজিস্ট থিয়োলজিক্যাল সেমিনারী ঢাকার ভাইস প্রিন্সিপাল ড. রেভা সাইমন আর বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন রাজিব। অসিম চক্রবর্তীর পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, এসএম লিয়াকত হোসেন, লেখক ও সাংবাদিক বদরু মোহাম্মদ খালেকুজ্জামান, কবি ও গবেষক খসরু পারভেজ, কবি মকবুল মাহফুজ, প্রধান শিক্ষক পরেশ কুমার ঘোষ, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন ও শিক্ষার্থী রিংকু মন্ডল। উল্লেখ্য, বিজ্ঞানী পিসি রায় ১৮৬১ সালের ২ আগস্ট পাইকগাছার রাড়–লীতে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৪ সালের ১৬ জুন চিরকুমার বরেণ্য এ বিজ্ঞানী মৃত্যুবরণ করেন।