আশাশুনি

কঠিন রোগ থেকে রক্ষা পাওয়ার আকুতি কুল্যার সুন্দরী দাসীর

By Daily Satkhira

October 25, 2017

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কঠিন ব্যধিতে আক্রান্ত অসহায় সুন্দরী দাসী অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার আকুতি জানিয়েছেন সর্বস্তরের মানুষের কাছে। ছোট ছোট তিনটি সন্তানের মুখের দিকে তাকিয়ে তিনি বাঁচার আঁকুতি নিয়ে হাউমাউ করে কেঁদে ফিরছেন বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে। কচুয়া দাশপাড়া গ্রামের হতদরিদ্র নিমাই দাশের স্ত্রী সুন্দরী দাসি। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী দুজনে মিলে কার্জ করে সংসার চালিয়ে আসছিলেন। একসময় সুন্দরী তার কাধে (গলার বাম পাশে) চামড়ার উপরে মাংসে চর্ম রোগের মত অনুভব করেন। স্থানীয়ভাবে চিকিৎসা করালেও উপকার হয়নি। দিন যায় আক্রান্ত স্থানের ক্ষত আরও বাড়তে থাকে। আক্রান্ত স্থানে প্রচ- ব্যথা-যন্ত্রণা অনুভব হতে থাকে। স্থানীয়ভাবে চিকিৎসায় উপকার না হওয়ায় সাতক্ষীরা, খুলনায় বিভিন্ন চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা করান হলেও কোন উপকার পায়নি তারা। সহায়-সম্বল বিক্রয় করে চিকিৎসা খরচ দিতে দিতে তারা সর্বস্ব হারা হয়ে পড়েন। এরপর মানুষের দ্বারে ঘুরে ঘুরে কিছু টাকা একত্রিত করে ঢাকায় চিকিৎসা নিতে থাকেন। কিন্তু না তাতেও কোন উপকার হয়নি। চিকিৎসকরা বলেছেন তার রোগের নাম “নিউরোফ্রায়হোমা”। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার জন্য বিভিন্ন জনের পরামর্শ পেয়ে তারা অর্থ-যোগাড় করতে মরিয়া হয়ে উঠেছেন। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে হয় সুন্দরীকে। তখন তার কোন হিতাহিত জ্ঞান থাকেনা। অসহনীয় যন্ত্রনার হাত থেকে রক্ষা পেতে তারা দ্বারে দ্বারে ঘুরে সামান্য কিছু টাকা যোগাড় করতে পেরেছেন। এখনো বহু টাকার প্রয়োজন। তাই সরকার, জন প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। তাদের মোবাইল নং ০১৭৭৬-৭৭৯৯১৩ এ যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।