খেলা

আজ প্রথম টি-২০ তে টাইগারদের সম্ভাব্য একাদশ

By Daily Satkhira

October 26, 2017

অনলাইন ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও অভিন্ন ফল। দলের এমন বাজে পারফরম্যান্সে গোটা দেশ মর্মাহত। আজ থেকে ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ শুরু করতে যাচ্ছে টিম-টাইগাররা। এই ম্যাচ দিয়ে অধিনায়ক হিসেবে দ্বিতীয় অধ্যায় শুরু করবেন সাকিব আল হাসান। এই সিরিজকে সামনে রেখে গত শনিবার (২১ অক্টোবর) ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে মুমিনুল হক কে। দলে আছেন নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ ও সাইফুদ্দিন। প্রোটিয়াদের বিপক্ষে শেষ সময়ে ভালো করতে চায় টাইগাররা। যার করণেই শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আর টি-২০ ফরমেটে শেষের দিকে ভালো করতে পারে এমন খেলোয়ার দরকার। সে দিকে খেয়াল করলে সাইফুদ্দিন দলে থাকার খুবই সম্ভবানা। আর যেহেতু তামিম ইকবাল ইনজুরি কারনে দলের বাহিরে সেহেতু মুমিনুল হক থাকার সম্ভবনা। অন্য দিকে পিঠে ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু- প্লেসিস। ডু-প্লেসিসের ইনজুরিতে দক্ষিণ আফ্রিকার তালিকাও বেশ বড় হলো। ইনজুরির তালিকায় আগেই নাম লিখেছে, ডেভিড মিলার, ওয়েন পার্নেল, মরনে মরকেল, ভারনন ফিলান্ডার, ডেল স্টেইন, ক্রিস মরিস, লুঙ্গি এনগিডি ও ডোয়াইন ওলিভার। তবে টি-২০ সিরিজের জন্য বিশ্রাম দেয়া হয়েছে পেসার কাগিসো রাবাদা ও স্পিনার ইমরান তাহিরকে। কিন্তু দলে আছেন অভিজ্ঞ খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা

সম্ভাব্য একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, সাইফুদ্দিন।