ফিচার

এক বছর পর সমাহিত হচ্ছেন থাই রাজা ভূমিবল

By Daily Satkhira

October 26, 2017

মৃত্যুর এক বছরের বেশি সময় পর অবশেষে সমাহিত হতে যাচ্ছেন থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবল আদুলাদেজ। এজন্য বৃহস্পতিবার রাজধানী ব্যাংককের গ্র্যান্ড প্যালেসে তার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এজন্য বিপুল সংখ্যাক মানুষ ব্যাংককের রাস্তায় জড়ো হয়েছেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, এদিন প্রয়াত রাজার মরদেহ পরিবহনে করে মিছিলের মাধ্যমে গ্র্যান্ড প্যালেস থেকে বের করে রাজকীয় শ্মশান স্যানাম লংয়ে নেওয়া হবে। সেখানে দিনের নানা আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বৌদ্ধ ধর্মের রীতি অনুযায়ী তার পুত্র ও বর্তমান রাজা মহা ভাজিরালংকর্ন বাবার মরদেহে আগুন দেবেন।

শেষকৃত্যের পর শুক্রবার ভূমিবলের দেহভষ্ম সংগ্রহ করে তা আবারও গ্র্যান্ড প্যালেসে সমাহিত করা হবে। এরপর আরও দুদিন ধরে চলবে আনুষ্ঠানিকতা।

এর আগে, ৭০ বছর থাইল্যান্ড শাসন করার পর ২০১৬ সালের ১৩ অক্টোবর ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন ভূমিবল আদুলাদেজ।