আন্তর্জাতিক

চীনকে দমাতে একজোট হচ্ছে ভারত-যুক্তরাষ্ট্র!

By Daily Satkhira

October 26, 2017

এবার যেকোন মূল্যে চীনকে দমাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। তাই ভারতকে সাথে নিয়ে নতুন দিকে হাঁটা শুরু করছে যুক্তরাষ্ট্র। বেইজিংয়ের কোটি কোটি মার্কিন ডলারের প্রকল্প ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’-এর মতো পরিকাঠামো গড়ে তুলতে চাইছে যুক্তরাষ্ট্রও। তাও আবার ভারতকে সাথে নিয়েই। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট ও ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত রেক্স টিলারসন কথাও বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে।

টিলারসন চাইছেন, বিশ্বের বৃহত্তম দুই গণতন্ত্র একত্রে হাত মিলিয়ে চীনের দাদাগিরি ঠেকাক। সবরকম নিয়ম মেনে ও স্বচ্ছ আর্থিক জোগান নির্ভর বিকল্প ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ নীতি গ্রহণ করতে। চীন বেশ কয়েক বছর ধরেই এই প্রকল্প গ্রহণ করেছে এবং আগ্রাসী মনোভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এশিয়া, আফ্রিকা ও ইউরোপের প্রায় প্রতিটি দেশের বন্দর, রেলপথ ও সড়কপথকে সিল্ক রোডের মাধ্যমে একসূত্রে বেঁধে ফেলতে চাইছে বেইজিং। চীনা পণ্য বিশ্বের সর্বত্র ছড়িয়ে দিতে ও যেকোন স্থানে চীনা সেনা যুদ্ধে জড়িয়ে পড়লে সেখানে যেন দ্রুত রসদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ করা যায়, এখন সেই লক্ষ্যেই অবিচল যুক্তরাষ্ট্র। সংবাদ প্রতিদিন।