ফিচার

সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়নে গতি পায় : প্রধানমন্ত্রী

By Daily Satkhira

October 26, 2017

সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়নে গতি পায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফ্লাইওভার ব্যবহারে যত্নবান হবেন। ট্রাফিক রুল মেনে চলবেন। জাতীয় সম্পদ মনে রেখে সেটা ব্যবহার করবেন।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর মৌচাক-মগবাজার ফ্লাইওভার উদ্বোধনের আগে তিনি এ আহ্বান জানান। এসময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও সৌদি আরব দূতাবাসের ইসলামী বিভাগের প্রধান সাদ আল খাতানি।

আর মৌচাক এলাকায় বানানো অনুষ্ঠান মঞ্চে ছিলেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গনি, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী প্রমুখ।

প্রধানমন্ত্রী আরও বলেন, আর্থিক ক্ষমতা থাকলে মানুষ গাড়ি কিনছে। ফলে যানজট বাড়ছে। মগবাজার-মৌচাক ফ্লাইওভার যানজট নিরসনে ভূমিকা রাখবে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, দৈনিক ৫০ হাজার যানবাহন এই ফ্লাইওভার ব্যবহার করতে পারবে। নিচের সড়ক আগের মতোই ব্যবহার করা যাবে। ফলে যানজট থেকে নগরবাসী মুক্ত হবে।