ফিচার

পেরুতে মিল এলিয়েনের মমি করা অদ্ভূত কঙ্কাল!

By Daily Satkhira

October 26, 2017

এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী সম্পর্কে মানুষের আগ্রহের শেষ নেই। এবার পেরুতে খোঁজ মিলল সেই এলিয়েনের। তবে জীবিত নয়, পাওয়া গিয়েছে তাদের কঙ্কাল। হাতে তিনটি করে আঙুল, পায়েও তিনটি আঙুল।

পেরুর নাজকা নামের একটি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে ওই অদ্ভুত প্রাণীর মমি। প্রথমে সবাই ভেবেছিলেন, এগুলি ‘ভুয়া’। কিন্তু গবেষকরা খতিয়ে দেখেছেন যে এগুলি ভুয়া নয়। এগুলির সত্যিই অস্তিত্ব ছিল।

গবেষকদের টিমে থাকা ড. এডসন ভিভানকো জানিয়েছেন, ওই দেহগুলি কোনও বহির্জগতের প্রাণীর বলে মনে করা হয়েছে। প্রথম ধাপের ডিএনএ টেস্টে দেখা গিয়েছে এরা ১০০ শতাংশ মনুষ্য প্রজাতির। ড. ভিভানকো পেরুতে গিয়েছিলেন এটা দেখার জন্য যে এগুলি প্রকৃতই সত্যি নাকি ভুয়া। তিনি পরীক্ষা করে দেখেছেন দেহের বেশিরভাগ অংশই সত্যিকারের।

জানা গেছে তাদের দেহে রয়েছে তিনটি আঙুল। প্রত্যেক আঙুলে পাঁচটি করে দাগ। হাড়গুলিও মানুষের বলে বোঝা গেছে। দেহগুলি নিয়ে আরও বেশি গবেষণা হবে। প্রমাণগুলি খুঁটিয়ে দেখছেন চিকিৎসকেরা।