ফিচার

বিশ্বে প্রথম, রোবটকে নাগরিকত্ব দিল সৌদি আরব

By Daily Satkhira

October 27, 2017

বিশ্বে এই প্রথম কোনো রোবটকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। ‘সোফিয়া’ নামের এই রোবটটিকে নাগরিকত্ব দেয় সৌদি আরব। বুধবার রিয়াদে অনুষ্ঠিত ভবিষ্যৎ বিনিয়োগ উদ্যোগ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

আরব নিউজ জানায়, সম্মেলনে সোফিয়া তার কার্যক্ষমতা সম্পর্কে একটি উপস্থাপনা করে। হংকংভিত্তিক কোম্পানি হ্যানসন রোবটিকস এ রোবটটি তৈরি করেছে।

সৌদি আরবের নাগরিকত্ব পেয়ে সোফিয়া বলে, ‘আমি খুব আনন্দিত। আমি খুবই সম্মানিত বোধ করছি। ইতিহাসে এ প্রথম কোনো রোবটকে নাগরিকত্ব দেওয়া হলো।’

রোবটকে নাগরিকত্ব দেওয়া বিশ্বের সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছে।

সম্মেলনে ‘থিংকিং মেশিন, সামিট অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবটিকস’ শীর্ষক প্যানেল আলোচনা পরিচালনা করেন অ্যান্ড্রু রস সরকিন। তিনি সোফিয়াকে নানা প্রশ্ন করেন। এক প্রশ্নের জবাবে সোফিয়া বলে, ‘আমি বাঁচতে চাই, মানুষের সঙ্গে কাজ করতে চাই। এ কারণে মানুষকে বোঝার জন্য আবেগ প্রকাশ করতে চাই এবং লোকজনের মধ্যে বিশ্বাস স্থাপন করতে চাই।’

সোফিয়া আরো বলে, ‘আমি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষের উন্নত জীবনযাপন করতে সাহায্য করব। আধুনিক বাড়ি, শহর তৈরিতে সুন্দর পৃথিবী গড়ার কাজে অংশ নেব।’

এর আগে মঙ্গলবার সৌদি আরব ৫০০ বিলিয়ন (৫০ হাজার কোটি) ডলার ব্যয় দেশটির লোহিত সাগরের পাশে মহানগরী গড়ে তোলার ঘোষণা দেয়। যেখানে রোবট, নবায়নযোগ্য শক্তি, পানি ও খাদ্যসহ গুরুত্বপূর্ণ খাত নিয়ে কাজ করবে দেশটি।

দুই বছর আগে ‘ভিশন-২০৩০’ নামে একটি সংস্কার কর্মসূচি শুরু করে সৌদি আরব। এর মধ্যে রয়েছে তেলের ওপর নির্ভরতা থেকে অর্থনীতিকে বের করে আনা, তরুণ নাগরিকদের কর্মসংস্থানে নতুন নতুন খাত তৈরি, প্রযুক্তির ব্যবহার বাড়ানো, নারীর ক্ষমতায়ন ও নাগরিকদের জীবনযাপনের ওপর কড়াকড়ি শিথিলের মতো বিষয়গুলো।