খেলা

ইংল্যান্ডের বিপক্ষে ১৩৮ রানের টার্গেটে ব্যাট করছে বিসিবি

By Daily Satkhira

October 15, 2016

লাইভ রিপোর্ট: ৪৫ ওভারে বিসিবি একাদশকে ১৩৮ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড একাদশ। প্রথম প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে উভয় দলের জন্যই বরাদ্দ ছিলো ৪৫ ওভার। ১৩৭ রান তুলতে গিয়ে তিন উইকেট হারিয়েছে ইংলিশরা, অধিনায়ক সাব্বির রহমান রুম্মন নিয়েছেন ৩ উইকেট। এখন ব্যাটিং করছে বিসিবি একাদশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত বিসিবি একাদশের সংগ্রহ ৮ ওভারে বিনা উইকেটে ৩১ রান। সৌম্য সরকার (৪) এবং শাহরিয়ার নাফিস (২৪) রান নিয়ে ব্যাট করছেন। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দুদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় দিনের খেলাতে প্রত্যেক দল ৪৫ ওভার করে পেয়েছে। টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব খারাপ হয়নি বেন ডাকেট আর জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা হাসিব হামিদের। ওপেনিং জুটিতে ৭৫ রান তুলতেই অন্যদের ব্যাটিংয়ের সুযোগ দিতে অবসর নেন বেন ডাকেট। মাঠ ছাড়ার আগে ৫৯ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছেন তিনি। কিন্তু ডাকেট যাওয়ার পর তিন রান যোগ হতেই ইংল্যান্ড তাদের প্রথম উইকেটটি হারায়। ৭৮ রানের মাথায় জো রুটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাব্বির। এক রান তুলতে না তুলতেই সাব্বিরের দ্বিতীয় শিকারে পরিণত হন ১৯ বছর বয়সি হাসিব হামিদ। সাব্বিরের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ তুলে দিয়ে কট বিহাইন্ড হয়ে ফেরেন হামিদ (১৬)। হাসিব হামিদের বিদায়ের পর ৫১ রানের জুটি গড়েন গ্যারি ব্যালান্স-মঈন আলী। তৃতীয় উইকেটের এই জুটিও ভাঙেন অলরাউন্ডার সাব্বির। ব্যক্তিগত ২৪ রানের মাথায় পেসার কামরুল হাসান রাব্বির হাতে ক্যাচ তুলে দেন তিনি। পরবর্তীতে দলীয় রানের খাতায় আরো সাত রান যোগ করতেই শেষ হয়ে যায় ইংলিশদের ইনিংস। শেষ পর্যন্ত জনি বেরিস্ট্রো (২) ও গ্যারি ব্যালান্স (২৭) অপরাজিত ছিলেন। সবকিছু মিলিয়ে ব্যাট হাতে ইংলিশদের প্রস্তুতিটা একেবারে খারাপ হয়নি। পেসার রুবেল হোসেন পাঁচ ওভার বল করে দিয়েছেন নয় রান। সাব্বির ৩ উইকেট নিতে গিয়ে বল করেছেন পাঁচ ওভার, রান ২২। মোসাদ্দেক হোসেন সৈকত চার ওভারে সাত রান দিয়েছেন।