অনলাইন ডেস্ক: আমাদের সৌর জগতে নতুন একটি বামনাকৃতির গ্রহের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। সূর্য থেকে ৮৫০ কোটি মাইল দূরে থাকা গ্রহটির প্রশস্তে প্রায় ৩৩০ মাইল। এর নাম দেয়া হয়েছে ‘২০১৪ ইউজেড২২৪’। খুব্র দ্রুতই আমাদের নিজস্ব সৌর জগতের ক্ষুদ্র গ্রহগুলোর সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছে এটি। ইউনিভার্সিটি অব মিশিগানের শিক্ষার্থীদের হাতে উন্নততর হওয়া বিশেষ ডার্ক এনার্জি ক্যামেরার সাহায্যে প্রকৃতিবিজ্ঞানী ড্যাভিড গার্ডেস নতুন এই গ্রহটি আবিষ্কার করেন। নক্ষত্রপুঞ্জের নকশা তৈরি করতে পদ্ধতিটি আধুনিকিকরণ করা হয়। কিন্তু লক্ষ্যানুযায়ী কাজ করার সময় নতুন গ্রহটির দেখা পাওয়া যায়।