প্রেস বিজ্ঞপ্তি : রোগীদের বিনামুল্যে সেবা দেওয়ার লক্ষ্যে আগামী ২৯ অক্টোবর রবিবার বাঁকাল স্কুল সংলগ্ন মিনু মার্কেটে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। সাতক্ষীরা মার্চেন্ট কো অপাঃ সোঃ লিঃ ও সাইটসেভার্স এর আর্থিক সহযোগিতায় এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতীহীনভাবে রোগী দেখা হবে। শিবিরে সকল প্রকার চক্ষু রোগীকে পরীক্ষা করা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থাদি দেওয়া হবে। বাছাইকৃত ছানিপড়া চক্ষুরোগীদের স্বল্প খরচে অস্ত্রপাচারের জন্য ঐদিনই হাসপাতালের নিজস্ব গাড়ীতে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং অপারেশন শেষ তাদেরকে অনুরূপভাবে বাঁকাল মিনু মার্কেট কেন্দ্রে পৌছে দেওয়া হবে। বিশেষ ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে চোখের ছানি অপারেশন করে লেন্স বসানো হবে। সে কারণে আগ্রহী রোগীদেরকে শিবিরের আসার সময় প্রয়োজনীয় কাপড় সঙ্গে আনার জন্য বলা হচ্ছে। উক্ত চক্ষু চিকিৎসা শিবিরে সেবা নেওয়ার জন্য ওইদিন সরাসরি স্বশরীরে বাঁকাল স্কুল সংলগ্ন মিনু মার্কেটে উপস্থিত হওয়ার জন্য গরিব, অসহায়, দুঃস্থ রোগীদের বিশেষভাবে অনুরোধ জনানো হয়েছে। এছাড়া প্রয়োজনে ০১৭১১ ৪২৬৫৯২, ০১৭১১ ৩৯১৩৮৪ নাম্বারে যোগাযোগ করা যাবে।