গোলশূন্য প্রথমার্ধের পর দুই লাল কার্ড ও দুই গোলের ম্যাচে উত্তাপ ছড়িয়েছে। শেষ পর্যন্ত অবশ্য জিতে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদই।
কোপা ডেল রের শেষ ৩২-এর প্রথম লেগে ফুয়েনলাব্রাডার মাঠ থেকে ২-০ গোলে জিতে এসেছে রিয়াল মাদ্রিদ। স্পট কিকে করা গোল দুটি মার্কো আসেনসিও এবং লুকাস ভাসকেজের।
বৃহস্পতিবার রাতে তৃতীয় সারির দল ফুয়েনলাব্রাডার মাঠে শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলেও গোল আদায় করতে পারেনি রিয়াল। প্রথম সুযোগটি আসেনসিও মেরেছেন বারের অনেকটা উপর দিয়ে।
বিরতির আগে আরও দুটি সুযোগ হাতছাড়া করে পানি পানে যায় রিয়াল। ফিরে খেলার ধার বাড়িয়ে দেয় জিদানের দল।
ম্যাচের ৬৩ মিনিটে এগিয়ে যাওয়া গোলটি আসে। স্কোর করেন আসেনসিও। সেসময় আশরাফ হাকিমিকে বাজেভাবে ফাউল করে অতিথিদের পেনাল্টি উপহার দেন ফ্রান গার্সিয়া।
আর ৮০ মিনিটে জয় নিশ্চিত করা গোলটি ভাসকেজের। তখন দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের পাকো ক্যান্ডেলারকে। কর্নার কিকের সময় জটলার মাঝে থিও হার্নান্দেজকে ফেলে দিয়েছিলেন পাকো।
ম্যাচের ৮৯ মিনিটে লাল কার্ডে মাঠ ছাড়েন রিয়ালের জেসাস ভাল্লেগোও। ক্লাবের হয়ে অভিষেকেই লাল কার্ড দেখলেন এই তরুণ সেন্টারব্যাক।
ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রাম দেয়ার ম্যাচে তারপরও জয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি জিনেদিন জিদানের দলের। আসছে ২৯ নভেম্বর ঘরের মাঠে ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে দুদল।