নিজস্ব প্রতিবেদক : পাচার ও যৌন নির্যাতনের শিকার ভিকটিমদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার লক্ষে ৩ দিন ব্যাপী হাস পালন প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার সকালে সি ডাব্লু সি এস এর আয়োজনে ও ফাউন্ডেশন ফি’র অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে। শহরের পলাশপোল বৌ বাজারস্থ সি ডাব্লু সি এস’র ট্রেনিং রুমে অনুষ্ঠিত কর্মশালা লিয়াজো কমিউনিকেশন অফিসার মারুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অফিসের প্রবেশনাল অফিসার মিজানুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সি ডাব্লু সি এস’র প্রগ্রাম অফিসার মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক খন্দকার আনিসুর রহমান আনিস, লিয়াজো কমিউনিকেশন অফিসার অর্পণা এনি প্যারিস,সিনিয়র স্টাফ নার্স শাহানারা খাতুন। জেলা প্রাণিসম্পদ অফিসের মোঃ শরিফুল ইসলাম প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় ২০জন ভিকটিম অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সি ডাব্লু সি এস’র বুথ ম্যানেজার রুহুল আমিন।