শ্যামনগর প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৪ আসনে এস.এম. জগলুল হায়দার পুনরায় সংসদ সদস্য পদে নিশ্চিত মনোনয়ন পাচ্ছেনÑ, ঢাকার একটি দ্বিতীয় শ্রেণির সংবাদপত্রে এমন সংবাদ প্রকাশিত হওয়ায় শ্যামনগরে আ ’লীগের একটি অংশের মধ্যে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। অন্যদিকে অপর একটি অংশ এধরনের সংবাদকে বিভ্রান্তিকর উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে। মুন্সীগঞ্জ ইউনিয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের পক্ষের নেতা-কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মাজেদ মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, শ্রমিক লীগের সভাপতি, ইউপি সদস্য শেখ মোস্তফা, ইউপি সদস্য উৎপল কুমার জোয়াদ্দার, আকবর আলী পাড়, জি,এম, মিজানুর রহমান, ,মলয় কুমার রপ্তান, এবাদুল হক সানা, সিরাজুল ইসলামসহ অনেকে। মাজেদ মোড়ল বলেন, “সাতক্ষীরা-০৪ আসনে পুনরায় এস.এম. জগলুল হায়দার মনোনয়ন পাওয়ায় আমরা আনন্দিত। তার মত একজন যোগ্য ব্যক্তিকে মনোনীত করায় জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ।” আলোচনা শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এদিকে সাতক্ষীরা জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক ইউ পি চেয়্যারমান জি এম সফিউল আযম লেনিন ফেসবুক লাইভে বলেন, “দৈনিক আমদের সময় পত্রিকায় ১৫১ এমপি’র প্রার্থী চূড়ান্ত এ বিষয়টি পত্রিকার মনগড়া একটি প্রতিবেদন বলে আমি মনে করি। আ’লীগের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব একমাত্র দলীয় নেত্রী শেখ হাসিনার। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা সাতক্ষীরা-৪ আসনে স ম জগলুল হায়দার পুনরায় মনোনয়ন পেয়েছে মর্মে যে তথ্য প্রকাশ করা হয়েছে আমি এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি কারণ আদৌও আ’লীগের পক্ষ থেকে এই ধরনের কোন চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা করা হয়নি।