দেবহাটা

দেবহাটায় কমিউনিটি পুলিশিং দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

By Daily Satkhira

October 28, 2017

কেএম রেজাউল করিম : পুলিশ জনতা, জনতাই পুলিশ। পুলিশ জনগনের বন্ধু, অপরাধীদের দুশমন। সমাজে শান্তি প্রতিষ্ঠা পুলিশের কাজ। আর পুলিশের পাশাপাশি সমাজে শান্তি প্রতিষ্ঠায় কমিনিটি পুলিশিং ফোরামের সদস্যরা কাজ করছে। কমিনিটি পুলিশ মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মূলে পুলিশের পাশাপাশি কাজ করে যাচ্ছে। ১৯৯২ সালে প্রথমে একটি জেলায় শুরু হয় পুলিশিং ফোরামের কাজ। পরবর্তীতে ২০০০ সাল থেকে সারাদেশ ব্যাপী চালু হয় তাদের কার্যক্রম। এই কমিটি পুলিশের সাথে সহযোগী হিসাবে কাজ করে করে যাচ্ছে। যে সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। যার মাধ্যমে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তিত করতে সকলকে এক কাজ করতে হবে। তাই আসুন সমাজ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, বাল্যবিবাহ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। দেবহাটায় কমিউনিটিং পুলিশিং ডে উপলেক্ষ্যে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় এসব কথা বলেন বক্তরা। শনিবার দেবহাটা থানা পুলিশের আয়োজনে সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি থানা ভবন হতে বের হয়ে উপজেলা সদর, দেবহাটা বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় সমাবেত হয়। সভায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া প্যানেল চেয়ারম্যান বিকাশ সরকার, দেবহটা কলেজের অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান, পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল। বক্তব্য রাখেন থানার ওসি(তদন্ত) শরিফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মমিনুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সদর ইউনিয়ন পুলিশিং ফোরামের দপ্তর সম্পাদক সেলিম রহমান প্রমূখ। উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা শ্রমীকলীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, তাঁতীলীগের সভাপতি সাইফুজ্জমান প্রিন্স, সাধারণ সম্পাদক আকবর আলী, ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, থানার সেকেন্ড অফিসার ইয়ামিন আলী, এসআই আল-আমিন, মাজরিহা হোসাইন, হাবিবুর রহমান, আব্দুল কাদের, আব্দুস সামাদ, এমাইদুল ইসলাম, আব্দুল গনি, এএসআই আল-আমিন, কায়সার, আবুল কালাম, মাসুদ হোসেন, শামিম আহম্মেদ, আলাউদ্দীন, আমজাদ হোসেন, পিএসআই ফরিদ হোসেন ও প্রীতিশ কুমার, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির নের্তৃবৃন্দরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও উপজেলা পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আনারুল হক। এদিকে থানা পুলিশের আয়োজনে সন্ধায় মনোমুগ্ধ সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়।