ফিচার

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

By Daily Satkhira

October 28, 2017

আসাদুজ্জামান : কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় এ উপলক্ষ্যে সাতক্ষীরা পুলিশ লাইন স্কুল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুলিশ লাইন স্কুল মাঠে যেয়ে এ আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: একরামুল হাবিব। এছাড়া অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম রিফাত আমিন, জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা কমিউনিটি পুলিশিং ফোরিামের সভাপতি ডাক্তার আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচানা সভায় বক্তরা, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়েতোলার জন্য দল মত নির্বিশেষে সাতক্ষীরাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে সেখানে এক মনোঙ্গ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করে সাতক্ষীরা জেলা পুলিশি ও কমিউনিটি পুলিশিং ফোরাম।