তালা

পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করবেন না- ওসি মোল্লা জাকির

By Daily Satkhira

October 29, 2017

পাটকেলঘাটা প্রতিনিধি: পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করবেন না, সকল অবৈধ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে, আইন শৃংখলা উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন, জঙ্গিবাদের কোন স্থান নেই এদেশের মাটিতে, পুলিশ জনগণের বন্ধু, জঙ্গি-মাদক প্রতিকারে জনতা পুলিশ এক কাতারে এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উপলক্ষ্যে স্বাগত বক্তব্যে এসব কথাগুলো বলেন পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন। শনিবার সকাল ১০টায় থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, কুমিরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আতিয়ার রহমান, কুমিরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি নেতা আদিত্য মল্লিক, জাসদ নেতা বিশ্বাস আবুল কাশেম, সাংবাদিক মফিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে আনন্দঘর পরিবেশের মধ্যে দিয়ে কেককাটা অনুষ্ঠিত হয়। পরবর্তিতে থানা ক্যাম্পাস থেকে একটি র‌্যালি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানায় এসে শেষ হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, পাটকেলঘাটা থানার ওসি তদন্ত উজ্জ্বল কুমার মৈত্র।