দেবহাটা

সখিপুর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড কমিটি গঠন

By daily satkhira

October 15, 2016

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার ৩নং সখিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে ৭নং ওয়ার্ডের চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত কমিটি গঠন হয়। কমিটি গঠন অনুষ্ঠানে সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউনিয়ন চেয়ারম্যান ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি শেখ ফারুক হোসেন রতন, প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিন্নুর। বিশেষ অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মাহবুব আলম খোকন, সখিপুর ইউনিয়ন আওয়ামীলগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, সাবুর আলী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরশাদ আলী, সখিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহববত আলী, গোলাম মঈনউদ্দীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন খোকন প্রমুখ। এসময় বক্তরা বলেন, বর্তমান সরকারের অঙ্গিকার ইতিমধ্যে বাস্তবায়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় সখিপুর ইউনিয়নকে আগামী ১৭ সালের মধ্যে প্রতিটি এলাকায় বিদ্যুতায়নের আওতায় আনা হবে। এলাকার উন্নয়নে সব কিছু করা হবে। এসময় অনুষ্ঠানের প্রধানবক্তা বলেন, ২০০৬ সালে বর্তমান উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবুর নেতৃত্বে আওয়ামীলীগ অফিস ভাংচুর, অগ্নিসংযোগসহ সহিংসতার বীজ বপন করেন। আর সেই ধক্ষংসলীলার সমাপ্তি হয়েছে গত ২০১৩-১৪ সালে। তারা সরকারের সকল উন্নয়নের বাধাগ্রস্থ সৃষ্টির পাশাপাশি প্রতিটি এলাকায় সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। তাছাড়া বর্তমান সরকার প্রতিটা ওয়ার্ডে ৪০-৭০টি ভিজিডি কার্ড প্রদান করা হচ্ছে। শুধু তাই নয় সামগ্রীক উন্নয়ন অব্যহত রয়েছে। আগামী ২১ সালের স্বপ্ন বাস্তবায়ন করতে সকলকে একত্রে কাজ করতে হবে। আর কোন অপশক্তিকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না। এলাকা জুড়ে গ্রেপ্তার আতঙ্ক আর থাকবে না। আমরা সুন্দর সুষ্ঠ সমাজ গড়তে চাই। সে জন্য যুব সমাজকে সংগঠিত করতে যুবলীগকে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে সকলের সম্মতিক্রমে আবু মুছাকে সভাপতি, আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং সাদ্দাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনিত হয়।