দেবহাটা

ইন্সট্র্রাক্টর সাইদুল হকের প্রচেষ্টায় বদলে গেছে উপজেলা রিসোর্স সেন্টার

By Daily Satkhira

October 29, 2017

দেবহাটা ব্যুরো : রুচি আর সৃজনশীল ব্যক্তিত্ব উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সাইদুল হক। যার প্রচেষ্টায় উপজেলা রিসোর্স সেন্টার ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে এসেছে উল্লেখ যোগ্য পরিবর্তন। যার ফলে উপজেলা রিসোর্স সেন্টার হয়ে উঠেছে একটি দৃষ্টিনন্দিত ও আকর্ষণীয়। পরিবর্তন নিয়ে সাইদুর হকের সাথে কথা বললে জানা যায়, চাকুরীর শুরুতে দিনাজপুর জেলার বিরল উপজেলায় কর্মজীবন শুরু করেন। পর্যক্রমে দেবহাটায় যোগদান করে দেবহাটা উপজেলা রিসোর্স সেন্টারসহ কয়েকটি স্থানে এনেছেন দৃর্শমান পরিবর্তন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদের দিকনির্দেশনায় এবং তার রুচিশীল চিন্তা চেতনার বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। উপজেলা রিসোর্স সেন্টারের বার্ষিক বাজেটের বাড়তি অর্থ এবং উপজেলা পরিষদের সার্বিক সহযোগীতায় পরিবর্তন এনে সু-সজ্জিত করেছেন। যার মধ্যে রয়েছে রিসোর্স সেন্টারের প্রশিক্ষণ কক্ষ সজ্জিত করণ, প্রশিক্ষণকারীদের জন্য মনোরম পরিবেশ, বিভিন্ন সৃষ্টিশীল ছবি ও হস্তশিল্পের সংযোজন, সীমানা প্রাচীর, গেইট, শিক্ষকদের জন্য গোলচত্তর স্থাপন, সাইকেল ও মোটরসাইকেল সেড নির্মাণ, নামাজের ঘর নির্মাণ, রাতে আলোকসজ্জা, সৌন্দয্যবর্ধক বিভিন্ন কর্মকান্ড, প্রাচীর ও দেয়ালে মহান ব্যক্তিদের বানী, ক্যাম্পাসে ফুলের বাগান ইত্যাদি। একই সাথে নিজ উদ্যোগে প্রাক-প্রাথমিক শ্রেণিতে শিক্ষা উপকরণ প্রস্তুত, শিক্ষা উপকরণ সরবাহ, প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইসিটি জ্ঞান পৌছে দেওয়ার জন্য বিদ্যালয় গিয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান, ঝরে পড়া রোধে বিভিন্ন কৌশাল বাস্তবায়ন, শ্রেণি কক্ষগুলোতে সু-সজ্জিতকরণ, চাকুরীকালীন শিক্ষক-শিক্ষিকাদের প্রারাম্ভিক প্রশিক্ষণ প্রদানসহ নানামূখি কর্মকান্ড বাস্তায়ন। তিনি এসব কর্মকান্ড বাস্তবায়িত করায় ২০১৪ সালে বিভাগী পর্যায়ে শ্রেষ্ট ইন্সট্রাক্টর এবং পরবর্তীতে জাতীয় পর্যায়েও বিশেষ অবস্থান অর্জন করেন। পাশাপাশি সরকারি ভাবে ভূটানে শিক্ষার মান উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ গ্রহনের সুযোগ লাভ করেন। তিনি দেবহাটা উপজেলার রিসোর্স সেন্টারের যোগদানের পর অল্প সময়ে অসংখ্য অবদান রাখায় বিভিন্ন পর্যায় থেকে তিনি প্রশাংশায় ভূষিত হয়েছেন। সাথে সাথে শনিবার তার অবদানে উল্লেখ যোগ্য বিভিন্ন সৌন্দয্যবর্ধক কর্মকান্ড উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি উদ্বোধন করেন। একই সাথে বদলী জনিত কারনে তাকে দেবহাটা ছেড়ে শর্শা উপজেলার যোগদান করতে হয়েছে। তার এই অবদানের কথা দেবহাটাবাসী মনে রাখবে। সাথে সাথে তারমত প্রত্যেক কর্মকর্তা কর্মচারী যেনো নিজ কর্মস্থলকে সুনিপন ভাবে কাজ করে সোনার বাংলাদেশ গড়তে সহায়ক হিসাবে কাজ করার অনুরোধ জানিয়েছেন সচেতনমহল।