নিজস্ব প্রতিনিধি : একটি ব্রিজের অভাবে ভাঙ্গাচোরা সাঁকো দিয়ে হাজারো মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে, পার করছে ভ্যান, বাইসাইকেল ও মোটরসাইকেল। পাশাপাশি দীর্ঘদিন ধরে কপোতাক্ষ নদের তলদেশ ভরাট ও পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙ্গা ও যশোর জেলার কেশবপুরের ত্রিমোহিনী মধ্যবর্তী কপোতাক্ষ নদের উপরে এ ব্রিজের প্রয়োজনীয়তা যেমন জনগুরুত্বপূর্ণ ও সময়ের দাবি তেমনি নিয়মিত নদের পানির উপরিভাগে স্থায়ীরূপে স্তুপাকৃত শ্যাওলা অপসারণ ও নদের তলদেশে পলি অপসারণও অত্যন্ত জরুরী। জানা গেছে- বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসনামলে কপোতাক্ষ নদ খনন খনন করার ফলে নদের পানি প্রবাহে যৌবন ফিরে এসেছে। কিন্তু নদের পানির উপরিভাগে স্তুপাকৃত শ্যাওলা আর কচুরপিনা অপসারণের অভাবে এবং যত্রতত্র বাশের ব্যারিকেড দেয়ার ফলে নদের উপকারিতা যেমন অনেকটা ম্লান হয়ে পড়েছে তেমনি কাশিয়াডাঙ্গা-ত্রিমোহিনী ব্রিজের অভাবে চরম দূর্ভোগে রয়েছে এলাকার জনসাধারণ। কারণ প্রয়োজনের তাগিদে বাধ্য হয়ে ভাঙ্গাচোরা বাঁশের সাকো দিয়ে তাদের নদ পারাপার হতে হয়। জীবনের ঝুকি নিয়ে সেই বাঁশের সাকো দিয়ে নদ পারাপারের ক্ষেত্রে অনেক সময় পানিতে পরে যাওয়ার ঘটনাও ঘটছে। ভ্যান, সাইকেল, মোটরসাইকেলসহ হালকা যানবাহন ওই সাঁকো দিয়ে ঝুকি নিয়ে পারাপার করতে হচ্ছে প্রতিদিন হাজারো মানুষকে। সেখানকার ব্রিজ তৈরি হওয়াটা এতটাই জনগুরুত্বপূর্ণ যে, কলারোয়া থেকে সনেট কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িসহ কেশবপুর, মনিরামপুর ও পার্শ্ববর্তী এলাকায় যাতায়াতে অত্যন্ত সহজলভ্য কম সময় ও কম দূরত্বের পথ। এটা ব্যতিরেকে অনেকটা পথ অতিক্রম করতে হয় সেক্ষেত্রে সময় ও খরচও বেশি পড়ে। এছাড়াও দেয়াড়ার কাশিয়াডাঙ্গা এলাকা থেকে খোরদো বড় বাজার ও দেয়াড়ার একটি ছোট্ট বাজার থেকে ত্রিমোহীনি বাজার এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের কাছে খুবই নিকটবর্তী। কলারোয়া ও কেশবপুরের ব্যবসা বানিজ্যও প্রসারিত হওয়ার ক্ষেত্রেও কাশিয়াডাঙ্গা-ত্রিমোহীনি মধ্যবর্তী স্থানে ব্রিজটি সম্পন্ন হলে কষ্ট লাঘব হবে। প্রয়োজনের তাগিদে চলাচলের জন্য অস্থায়ী সাকো তৈরি করে ও মাঝেমধ্যে নৌকা দিয়ে পারাপার করে থাকে। এখানে উল্লেখ্য যে, কলারোয়া ও কাজিরহাট রাস্তাটি সম্পুর্ন কার্পেটিং রাস্তা হয়ে কাশিয়াডাঙ্গা-ত্রিমোহীনি ঘাট পর্যন্ত পৌঁছে গেছে। ফলে সেখানে ব্রিজ তৈরি হলে যাতায়াতের দূর্ভোগ হ্রাস পাবে ও পরিপূর্ণতা লাভ করবে- এমনটাই মনে করেন স্থানীয়রা। এ ব্যাপারে দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মান্নান জানান- ‘নি:সন্দেহে কাশিয়াডাঙ্গা-ত্রিমোহীনি মধ্যবর্তী কপোতাক্ষ নদীর উপরে ব্রিজটি জনগুরুত্বপূর্ণ। দ্রুত ব্রিজটি সম্পন্ন হলে জনসাধারণের দুর্ভোগ লাঘব হবে। সস্তি পাবে হাজারো মানুষ।’ স্থানটিতে ব্রিজ নির্মাণের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য স্থানীয় বাসিন্দা সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মতিয়ার রহমান গাজীসহ ঊর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।