জাতীয়

ত্রাণ দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ৫ ব্যবসায়ীসহ ৬ জনের

By Daily Satkhira

October 30, 2017

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিয়ে সিলেটে ফেরার পথে নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিয়ানীবাজারের ৫ ব্যবসায়ীসহ ৬ জন। আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের নরসিংদীর মাধবদী উপজেলার কান্দাইল বাস স্ট্যান্ডের কাছে বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের জামান প্লাজার রূপসী ফ্যাশনের মালিক মাথিউরা গ্রামের আবদুল করিম, শখ কসমেটিকসের স্বত্তাধিকারী ছোটদেশের খায়রুল বাশার খয়ের, মতিন ক্লথ স্টোরের স্বত্তাধিকারী শ্রীধরা গ্রামের জুবের আহমদ, বিয়ানীবাজারের ব্যবসায়ী কাকরদিয়ার ইকবাল হোসেন, কসবার বাবুল আহমদ ও মাইক্রোবাস চালক বাবুল হোসেন।

এছাড়া গুরুতর আহত হয়েছেন জামান প্লাজার হাফিজ ক্লথ স্টোরের মালিক হাফিজ উদ্দিন ও জারী ফ্যাশনের দেলওয়ার হোসেনসহ মাইক্রোবাসের কয়েকজন যাত্রী। তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বিয়ানীবাজারের তরুণ ব্যবসায়ীদের মর্মান্তিক মৃত্যুতে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।