কালিগঞ্জ

কালিগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামকে সংবর্ধনা

By Daily Satkhira

October 30, 2017

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কোন একটি সময়ে বলা হত আওয়ামীলীগ ক্ষমতায় এলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে মসজিদে আজানের পরিবর্তে উলুধ্বনি উচ্চারন হবে। বাংলাদেশের মানুষের এই ভ্রান্ত ধারনা পাল্টে দিয়ে কওমী মাদ্রসা সহ বিভিন্ন মাদ্রাসার স¦ীকৃতি আজ আওয়ামীলীগ সরকারই দিয়েছে যা বিগত অন্য কোন সরকার দেয়নি। ১৯৯৬ সাল থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনা তিন তিন বার ক্ষমতায় গিয়েছেন কিন্তু কেউ কি বলতে পারবে একটি মসজিদ মাদ্রাসা বন্ধ হয়েছে, বন্ধ হওয়ার পরিবর্তে প্রতিটি মসজিদ মাদ্রাসায় সরকারে উন্নয়নের ছোয়া লেগেছে । বর্তমান সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছেন। বাংলাদেশের সকল স্কুল কলেজ মাদ্রায়ায় মাল্টি মিডিয়া প্রজেক্টরের ব্যাবস্থা করেছেন। স্কুল আর মাদ্রাসার সমঅধিকার দিয়েছেন। মাদ্রাসার শিক্ষার্থীরা যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে বাংলাদেশের কোথাও সরকারী কাজে রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই হবে না। মাদ্রাসা শিক্ষার্থীদের মুখে অতিথিদের বরণ করে নেওয়ার সময় জয়বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান শুনে আমি আনন্দিত হয়েছি আপ্লুত হয়েছি কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার পক্ষ থেকে মঙ্গলবার বেলা ১১ টায় কুশুলিয়ার দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোফাখখারুল ইসলাম নিলুর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, সদর কুশুলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন,উপজেলা পুলিশিং কমিটির সেক্রেটারী কাজী রওনাকুল ইসলাম,অত্র মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আজিজুল হক। ছাত্রÑ ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দশম শ্রেনীর ছাত্র হাফেজ রবিউল ইসলাম। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি জি,এম মাহাতাব উদ্দিন, জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য এস,এম আসাদুর রহমান সেলিম,৮ নং ওয়ার্ডের সদস্য নুরুজ্জামান জামু ও সংরক্ষিত মহিলা আসনের সদস্য রোজিনা কান্টু,দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু রায়হান সিদ্দিক,কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলেগের সভাপতি কাজী কাওফিল অরা সজল, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম কুমার লস্কার, সহ-সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অত্র মাদ্রাসার শিক্ষক,ছাত্র-ছাত্রী বৃন্দ এসময় উপস্থিত ছিল।