মাহফুজুর রহমান তালেব : সুন্দরবনের বনদস্যু বাহিনী প্রধান নুর হোসেন দলীয় কোন্দলে খুন হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, গত ৩০অক্টোবর সুন্দরবন পশ্চিম বন বিভাগ আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের চালতেবেড়িয়া খাল নামক স্থানে বনদস্যু বাহিনী প্রধান নুর হোসেনের সহিত অর্থ ভাগাভাগির দ্বন্দের জেরে দলীয় সদস্যদের ধারালো অস্ত্রের আঘাতে মুমূর্ষু অবস্থায় হরিনগরের জেলেরা তাকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসে। তার গ্রামের বাড়ি কলারোয়া উপজেলায়। সে ১২/১৩ বছর পূর্বে চুনকুড়ি গ্রামের হোসেন আলীর মেয়েকে বিবাহ করে এবং এই শ্বশুর বাড়ির মাধ্যমে সুন্দরবনে যাতায়াত শুরু করে ও বনদস্যু বাহিনীর সাথে জড়িয়ে পড়ে। আরও জানা যায়, সে ইতিপূর্বে র্যাবের আটক হয়। পরে জামিনে মুক্ত হয়ে পুনরায় ডাকাতি কাজে লিপ্ত হয় এবং বাহিনী প্রধান হিসেবে এলাকার জেলে বাওয়ালীদের জিম্মি করে অমানুষিক নির্যাতন চালাত। নিহত নুর হোসেনের বাড়ির কলারোয়া উপজেলায় বলে জানিয়েছে পুলিশ। তার শ্বশুর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, আভ্যন্তরীন কোন্দলে বাহিনী প্রধান নুর হোসেন নিহত হওয়ার বিষযটি শুনেছি। তার মরদেহ স্থানীয় জেলেরা হরিহরনগর বাজারে নিয়ে এসেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক শোয়েব খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্যামনগর থানা পুলিশ তাকে নিয়ে যাওয়ার জন্য হরিনগর বাজারে পৌঁছানোর পূর্বেই সে মারা গেছে বলে জানা যায় এবং তার লাশ থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল।