ফিচার

শ্যামনগর থেকে ইট-ভাটায় কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে স্কুল পড়ুয়াদের

By Daily Satkhira

October 31, 2017

নুরনগর প্রতিনিধি : শিশু শ্রম বন্ধে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে শ্যামনগর প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্নের উদয় হয়েছে। শিশু শ্রম থেমে নেই শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নে বিভিন্ন গ্রামে। প্রতিনিয়তই শিশুদের কে বিভিন্ন শ্রমে নিয়োগ করা হচ্ছে। বিশেষ করে ইট ভাটায় শিশু নিয়োগ চলছে ভাটার মৌসুমে। সরকারি নীতিমালা উপেক্ষা করে ইট ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে শত শত শিশু। কিছু অর্থ লোভী ইট ভাটার সরদারের খপ্পরে পড়ে গরিব ও অসহায় পরিবারের স্কুল পড়–য়া শিশুদের অর্থের লোভ দেখিয়ে ইট ভাটায় কাজে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এভাবেই হাজার হাজার শিশু ঝরে পড়ছে লেখাপড়া থেকে। এবিষয় জানতে চাইলে নাম প্রকাশে অনইচ্ছুক শিশুর অভিভাবক বলেন একটি শিশুর এক মৌসুমের জন্য ৪০থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। এই শিশুদের বয়স ১০থেকে ১৪ বছরের ভিতরে হওয়ায় ইট ভাটার কাজ তাদের জন্য অনেক কষ্টকর। ভাটায় যাওয়ার পর কেউ অসুস্থ্য হলে তার উপর চলে অমানবিক অত্যচার। এমন কি লোহার শিকল দিয়ে বেধে রাখা হয় এমনটা বল্লেন এক জন পূর্ণ বয়সের ভাটা শ্রমিক। এভাবে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে মনে করেন এলাকার সচেতন মহল। এই শিশুদের ইট ভাটায় নিয়ে যাওয়ার জন্য ভিন্ন্ পথ অবলম্বন করছে ভাটা সরদার চক্র। এক দুদিন পর পর একটি করে বাস নুরনগর এলাকা থেকে ভাটা শ্রমিকদের নিয়ে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায়, এর মধ্যে শিশু শ্রমিকরাও থাকে।