ফিচার

জেলায় এলজিইডির সকল টেন্ডারে অংশগ্রহণে বিরত ও নির্মাণ কাজ বন্ধের সিন্ধান্ত ঠিকাদার সমিতির

By Daily Satkhira

October 31, 2017

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা এলজিইডি ও জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির কার্য্করী কমিটির এক সভা ২৭/১০/২০১৭ তারিখে সকাল ১১টায় আলহাজ্ব মোঃ আব্দুস সবুরের সভাপতিত্বে সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ঠিকাদারের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন আলহাজ্ব আব্দুস সবুর, আলহাজ্ব শেখ আজহার হোসেন, আলহাজ্ব এস এম শওকত হোসেন, আলহাজ্ব খন্দকার আলী হায়দার, আলহাজ্ব ফিরোজ আহমেদ, এনছান বাহার বুলবুল, আলহাজ্ব শামছুজ্জামান পুটু, আসাদুজ্জামান সেলিম সহ সকল উপজেলা ঠিকাদার নেতৃবৃন্দ। সকল বক্তাই বর্তমানে এলজিইডিতে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনায় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। তন্মধ্যে প্রধান সমস্যা চলতি অর্থ বছরে যে রেট সিডিউল দেওয়া হয়েছে তা গত বছরের তুলনায় ১০-১৫% কম। যেটা বাজার মূল্যের সাথে সংগতিপূর্ণ নয়। সেই জন্য এই রেটে কাজ করলে বা টেন্ডার দিলে আমরা(ঠিকাদাররা) ব্যাপক ক্ষতিগ্রস্ত হবো। বিস্তারিত আলোচনান্তে সিন্ধান্ত হয় যে, ১. প্রধান প্রকৌশলী বরাবর রেট বৃদ্ধির জন্য একটা আবেদন দেওয়া। ২. আগামী ০১/১১/২০১৭ ইং তারিখ হইতে পরবর্তী সিন্ধান্ত না হওয়া পর্যন্ত এলজিইডির সকল টেন্ডারে অংশগ্রহণ থেকে বিরত থাকা। ৩. চলমান সকল নির্মাণ কাজ বন্ধ রাখা।