মাত্র ১০ দিনের মধ্যেই আবার সেরার আসন ছিনিয়ে নিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ফিরে পেলেন বিরাট। পয়েন্টে ছাপিয়ে গেলেন শচীন টেন্ডুলকারকে।
১০ দিন আগেই বিরাটকে ছাপিয়ে শীর্ষে উঠে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। কিন্তু ১০ দিনের বেশি সেই স্থান ধরে রাখতে পারেননি ডি ভিলিয়ার্স। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করতেই আবার শীর্ষে। ২-১ এ সিরিজও জিতে নিয়েছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিরাটের মোট রান ২৬৩। রেটিং পয়েন্ট পৌঁছে গেছে ৮৮৯-এ।
ভারতীয়দের মধ্যে এটাই সেরা। আইসিসি তাদের বার্তায় জানিয়েছে, এর আগে সর্বোচ্চ পয়েন্ট ছিল ৮৮৭। যা ছিল শচীনের দখলে। ১৯৯৮এ এই পয়েন্টে পৌঁছে ছিলেন শচীন টেন্ডুলকার। যা ভেঙে দিলেন বিরাট।
বিরাটের সঙ্গে রোহিত শর্মাও তার ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট নিয়েও র্যাঙ্কিংয়ে ৭ নম্বরেই থেকে গেলেন। তার পয়েন্ট ৭৯৯। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি একধাপ উঠে জায়গা করে নিলেন ১১ নম্বরে। বোলিংয়ের শীর্ষে অবশ্য এখনও রাজত্ব করছেন পাকিস্তানের হাসান আলি।
অন্যদিকে, ভারতের জসপ্রীত বুমরাহ ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং তিন নম্বরে জায়গা করে নিলেন। এই সিরিজে মোট ছ’টি উইকেট পেয়েছেন তিনি। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে তুলে আনলেও ভারত কিন্তু ছাপিয়ে যেতে পারেনি দক্ষিণ আফ্রিকাকে। ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দু’পয়েন্ট পিছনে রয়েছে ভারত।